দুই অংকের বৃহত্তম সংখ্যা এবং এক অংকের বৃহত্তম সংখ্যার গুণফল কত?
Solution
Correct Answer: Option C
দুই অংকের বৃহত্তম সংখ্যাটি হলো ৯৯।
এক অংকের বৃহত্তম সংখ্যাটি হলো ৯।
সুতরাং, এদের গুণফল হলো = ৯৯×৯=৮৯১
সুতরাং, দুই অংকের বৃহত্তম সংখ্যা এবং এক অংকের বৃহত্তম সংখ্যার গুণফল ৮৯১।