দুটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল ৩৪ হলে, ছোট সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
ধরি, ছোট জোড় সংখ্যাটি হলো x
যেহেতু সংখ্যা দুটি ক্রমিক জোড় সংখ্যা, তাই বড় জোড় সংখ্যাটি হবে x+২।
প্রশ্নানুসারে,
x+(x+২) = ৩৪
বা, ২x+২ = ৩৪
বা, ২x = ৩৪−২
বা, ২x = ৩২
বা, x = ৩২/২
বা, x = ১৬
সুতরাং, ছোট সংখ্যাটি হলো ১৬ এবং বড় সংখ্যাটি হবে ১৬ + ২ = ১৮।