বাংলা সাহিত্যে প্রথম গীতিকাব্য কে রচনা করেন?
A প্যারীচাঁদ মিত্র
B রবীন্দ্রনাথ ঠাকুর
C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D বিহারীলাল চক্রবর্তী
Solution
Correct Answer: Option D
বাংলা সাহিত্যর কিছু প্রথমঃ
- বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থঃ A Grammar of the Bengali Language (নাথানিয়েল ব্রাসি হ্যালহেড)
- প্রথম প্রণয়োপাখ্যান/রোমান্টিক কাব্য : ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর)
- রোমান্টিক উপন্যাস : কপালকুণ্ডলা (১৮৬৬) (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- প্রথম বাংলা অনুবাদক : মহাভারত (কবিন্দ্র পরমেশ্বর)
- বাংলা ভাষায় প্রথম নাটক : ভদ্রার্জুন (তারাচরণ শিকদার)
- প্রথম প্রবন্ধ গ্রন্থ : বেদান্ত (রাজা রামমোহন রায়)
- প্রথম উপন্যাস : আলালের ঘরের দুলাল (১৮৫৭) (প্যারীচাঁদ মিত্র)
- প্রথম গীতিকাব্য : স্বপ্নদর্শন (বিহারীলাল চক্রবর্তী)