কোন পত্রিকায় বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option C
পত্রোপন্যাস বা পত্র উপন্যাস হলো ধারাবাহিকভাবে লিখিত চিঠি বা পত্রের আকারে লেখা একটি উপন্যাস। সাধারণত চিঠিপত্রের রূপে লেখা হলেও দিনপঞ্জী, পত্রিকার খণ্ডাংশ (কাটিং) এবং অন্যান্য নথিপত্র ব্যবহার করেও লেখা যায়। কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’ .
- 'বাঁধন-হারা' বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের প্রধান চরিত্র : নুরু, মাহবুবা, রাবেয়া