একটি বর্গের একপাশ 20% বৃদ্ধি করা হয়। অন্যপাশ শতকরা কত কমালে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ঠিক থাকবে?

A 30%

B 15%

C 23(1/3)%

D 16(2/3)%

Solution

Correct Answer: Option D

ধরি, বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a

তাহলে বর্গের ক্ষেত্রফল = a × a = a²

এখন, একপাশ 20% বৃদ্ধি পেলে সেই পাশের দৈর্ঘ্য = a + 20% of a = a + 0.2a = 1.2a

অন্যপাশ x% কমালে সেই পাশের দৈর্ঘ্য = a - x% of a = a - (x/100)a = a(1 - x/100)
এখন,
আগের ক্ষেত্রফল = নতুন ক্ষেত্রফল


অতএব, বর্গের একপাশ 20% বৃদ্ধি করলে অন্যপাশ 16(2/3)% কমালে ক্ষেত্রফল একই থাকবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions