বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক প্রচেষ্টা কোনটি?
A ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ
B ভোকাবুলারিও এম ইদিওমা বেনগলা ই পর্তুগিজ
C কথোপকথন
D ইতিহাসমালা
Solution
Correct Answer: Option A
- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের শুরুতে রাষ্ট্রিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিক্রিয়া সাহিত্যে দৃশ্যমান হয় এবং বাংলা সাহিত্যে নতুন রাগিণীর সূচনা ঘটে।
- পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতির সংস্পর্শে এসে নতুন দিগন্ত উন্মোচিত হল আধুনিক যুগে। এ যুগের প্রতিভূ হলো গদ্য সাহিত্য।
- বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটে প্রধানত উনিশ শতকে।
- ১৫৫৫ খ্রিষ্টাব্দে আসামের রাজাকে কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যসাহিত্যের প্রাথমিক নিদর্শন ধরা হয়।
- ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত ঢাকার ভূষনার জমিদারপুত্র দোম অ্যান্টনিও রচিত বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 'ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ' গ্রন্থটিকে বাংলা গদ্যসাহিত্যের প্রাথমিক প্রচেষ্টা হিসেবে অভিহিত করা হয়।