বাংলাদেশের জিডিপি নির্ণয়ে বৃহৎ খাত কতটি-

A ১টি

B ২টি

C ৩টি

D ৪টি

Solution

Correct Answer: Option C

 বাংলাদেশের জিডিপি নির্ণয়ে বৃহৎ খাত ৩টি- কৃষি, শিল্প ও সেবা৷

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।

- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।

- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions