A={x:x মৌলিক সংখ্যা এবং x<10} হলে নিচের কোনটি সঠিক?
Solution
Correct Answer: Option C
A={x:x মৌলিক সংখ্যা এবং x<10} অর্থাৎ সহজ ভাষায় একে বলা হয়,A={x এমন যেন x একটি মৌলিক সংখ্যা এবং এর মান ১০ অপেক্ষা কম}
(খ) এবং (ঘ) এর সবগুলো মৌলিক সংখ্যা নয়।(ক) এর ক্ষেত্রে যেহেতু ১ যে কোনো সংখ্যার গুণনীয়ক ,তাই এটি মৌলিক বা কৃত্রিম কোনোটিই নয়।কাজেই সঠিক উত্তর হবে গ।