শিশুতোষ গ্রন্থ 'নবীকাহিনী' কার লেখা?

A গোলাম মোস্তফা

B আহসান হাবীব

C মোহাম্মদ বরকতুল্লা

D কাজী ইমদাদুল হক

Solution

Correct Answer: Option D

- কাজী ইমদাদুল হক ৪ নভেম্বর, ১৮৮২ খ্রিষ্টাব্দে খুলনার গদাইপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির স্থপতি ছিলেন।

- ১৯২০ সালের মে মাসে ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা 'শিক্ষক'।

- অত্যন্ত নিষ্ঠা ও সততার সহিত শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করায় সরকার তাকে ‘খান সাহেব’ (১৯১৯) এবং ‘খান বাহাদুর’ (১৯২৬) উপাধিতে ভূষিত করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছেঃ
- আঁখিজল,
- নবীকাহিনী,
- কামারের কাণ্ড,
- আলহামরা প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions