Solution
Correct Answer: Option C
দীনবন্ধু মিত্র ১৮৬০ সালে রচনা করেন নীল দর্পণ নাটক। এটি বাংলা ভাষার অন্যতম প্রাথমিক আর্থ-সামাজিক রাজনৈতিক নাটক। দীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন।
তাঁর গভীর রসের নাটক হলঃ
- নীলদর্পণ'(১৮৬০),
- 'নবীন তপস্বিনী'(১৮৬৩),
- 'কমলে কামিনী'।
আর চারটি প্রহসন হল
- 'বিয়ে পাগলা বুড়ো',
- 'সধবার একাদশী'
- 'লীলাবতী,
- 'জামাই বারিক ।