'ছায়ানট 'কাজী নজরুল ইসলামের একটি -

A উপন্যাস

B কাব্যগ্রন্থ

C গল্পগুচ্ছ

D প্রবন্ধ

Solution

Correct Answer: Option B

"ছায়ানট" কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি মজাফ্‌ফর আহমদ ও কুতুবউদ্দিন আহমদকে উৎসর্গ করেন।
∎ এছাড়া কবির আরো কিছু বিখ্যাত গ্রন্থ যাদের উৎসর্গ করেনঃ
   অগ্নিবীণা - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ;
   বিষের বাঁশি - মিসেস এম. রহমান;
   সর্বহারা - বিরজাসুন্দরী দেবী;
   ভাঙার গান - মেদিণীপুরবাসী;
   চক্রবাক - সুরেন্দ্রনাথ মৈত্র;
   সঞ্চিতা - রবীন্দ্রনাথ ঠাকুর;

∎ তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
-অগ্নিবীণা,
-বিষের বাঁশি,
-সাম্যবাদী,
-সর্বহারা,
-ঝড়,
-চক্রবাক,
-দোলনচাঁপা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions