চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ?

A লুইপা

B কাহ্নপা

C কুক্করীপা

D শবরপা

Solution

Correct Answer: Option D

চর্যাপদের আদি কবি — লুইপা।
চর্যাপদের শ্রেষ্ঠ কবি——–শবর পা (লুইপার গুরু)।
চর্যাপদের প্রথম পদটির রচয়িতা—–লুইপা।
চর্যাপদের প্রথম পদটি —“কাআ তরুবর পাঞ্চ বি ডাল/চঞ্চল চীএ পৈঠা কাল”।
চর্যাপদের অনুমিত মহিলা কবি  —কুক্কুরী পা।
চর্যাপদের বাঙালি কবি——শবর পা, লুইপা, ভুসুকু পা, জয়ানন্দ।
চর্যাপদের প্রথম বাঙালি কবি -মীননাথ/মাৎসেন্দ্রনাথ।তাঁর কোন পূর্ণাঙ্গ পদ পাওয়া যায়নি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions