'বাংলার মিল্টন' বলা হয় কোন লেখককে ?

A হেমচন্দ্রকে

B সত্যেন্দ্রনাথ দত্তকে

C রবীন্দ্রনাথ ঠাকুরকে

D মালাধর বসুকে

Solution

Correct Answer: Option A

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতাব্দী বিশিষ্ট কবি । বাংলা সাহিত্যে উনার সবচেয়ে বড় অবদান স্বদেশপ্রেমের উত্তেজনা সঞ্চার। উল্লেখযোগ্য গ্রন্থ- কবিতাবলী, ভারতভিক্ষা। হেমচন্দ্রকে বাংলার মিল্টন বলা হয়।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো-
- বীরবাহু
- ছায়াময়ী
- দশমহাবিদ্যা
- চিত্তবিকাশ
- আশাকানন
- চিন্তাতরঙ্গিণী

- তার রচিত মহাকাব্য - বৃত্রসংহার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions