'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের পদসংখ্যা কয়টি ?
Solution
Correct Answer: Option C
মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনি মধ্যযুগের প্রথম কবি। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হলো - রাধা, কৃষ্ণ ও বড়াই। এই কাব্যে ৪১৮ পদ, ১৬১ টি শ্লোক, ১৩ খন্ড রয়েছে।