Solution
Correct Answer: Option B
কবীন্দ্র পরমেশ্বর (১৫শ-১৬শ শতক) মধ্যযুগের অন্যতম খ্যাতনামা কবি এবং বাংলা ভাষায় প্রথম মহাভারত রচয়িতা। তিনি হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ-র সভাকবি ছিলেন। পরমেশ্বর চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।
- তাঁর পিতৃদত্ত নাম পরমেশ্বর দাস, ‘কবীন্দ্র’ তাঁর সম্মানসূচক উপাধি।
- পরাগল খান সংস্কৃত মহাভারতের কাহিনী লোকমুখে শুনে কৌতূহলী হন এবং কবীন্দ্র পরমেশ্বরকে সংক্ষিপ্ত আকারে বাংলা ভাষায় মহাভারত রচনা করার নির্দেশ দেন। এটি কবীন্দ্র মহাভারত কিংবা পরাগলী মহাভারত নামে পরিচিত।
- কবীন্দ্র পরমেশ্বর তাঁর কাব্যের নাম দিয়েছিলেন 'বিজয়পাণ্ডবকথা' অথবা 'ভারত পাঁচালী'।