চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ১লা জানুয়ারী রবিবার ছিল। এ বছর ৩১ ডিসেম্বর কি বার হবে?
A রবিবার
B বুধবার
C শুক্রবার
D সোমবার
Solution
Correct Answer: Option A
- লিপ ইয়ার বাদে বছরের প্রথম ও শেষ দিন একইবার থাকে।
- অর্থাৎ প্রথম দিন রবিবার হলে শেষ দিনও রবিবার হবে।
(তবে লিপ ইয়ার হলে ১দিন যোগ করতে হয়)