অক্ষয়কুমার দত্ত ছিলেন একজন বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক। বাংলা, সংস্কৃত এবং ফারসিসহ বিভিন্ন ভাষায় তাঁর দক্ষতা ছিল। তিনি ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে ইংরেজি অনুসরণে যতিচিহ্নের ব্যবহার করেন। অক্ষয়কুমারের অনেক রচনা ইংরেজি থেকে অনূদিত ও সংকলিত। তিনি ছিলেন ভারতে বিজ্ঞান আলোচনার পথপ্রদর্শক।
তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ
- ভূগোল (১৮৪১)
- চারুপাঠ’,
- ধর্মনীতি (১৮৫৫)
- পদার্থবিদ্যা (১৮৫৬)।
১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।