৩০ মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে ৫:৩:২ অনুপাত ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল?
A ৬ মিটার
B ৯ মিটার
C ১২ মিটার
D ১৫ মিটার
Solution
Correct Answer: Option D
মোট কাপড় ৩০ মিটার
অনুপাতের রাশি গুলোর যোগফল = (৫ + ৩ + ২) = ১০ মিটার
∴ তানিয়ার অংশ = ( ৩০ এর ২/১০) = ৬ মিটার
∴ মারিয়ার অংশ = (৩০ এর ৩/১০) = ৯ মিটার
∴ মাইশা অংশ = (৩০ এর ৫/১০) = ১৫ মিটার