গ্রন্থি টিস্যুতে রূপান্তরিত হতে পারে কোনটি?
Solution
Correct Answer: Option A
-আবরণী টিস্যু গ্রন্থি টিস্যুর বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে।তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এই টিস্যুর আরও চারটি কাজ হলো- অঙ্গকে আবৃত রাখা, সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা ,প্রোটিনসহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা , বিভিন্ন পদার্থ শোষন করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা।
- আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালির ভিতরের ও বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এই সব কাজে অংশ নেয়। আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয় এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে।