Solution
Correct Answer: Option C
- যোজক কলা এক ধরনের আঁশবহুল কলা, যেটি মানবদেহের অন্যান্য অঙ্গ অথবা কলাকে সমর্থন করে, যুক্ত করে অথবা বিচ্ছিন্ন করে।
- কঙ্কাল যোজক কলা: হাড়, তরুণাস্থি।
- তরল যোজক কলা: রক্ত, লসিকা।
- হৃদপিণ্ড এবং জিহ্বা হলো পেশিকলার অন্তর্ভুক্ত।
- সুষুম্নাকাণ্ড হলো স্নায়ুকলার অন্তর্ভুক্ত