একটি স্টিল মিলে এক মাসে ২০০০ মেট্রিক টন রড তৈরী হয়। ঐ মিলে দৈনিক কত মেট্রিক টন রড তৈরী হয়।
A ৫০(২/৩)
B ৫৫(২/৩)
C ৬০(২/৩)
D ৬৬(২/৩)
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
১ মাস = ৩০ দিন।
এখন,
৩০ দিনে তৈরি হয় ২০০০ মেট্রিক টন
১ দিনে তৈরি হয় ২০০০/৩০ মেট্রিক টন
= ২০০/৩
= ৬৬(২/৩) মেট্রিক টন