কোন রোগের কারণে ফল গাছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়?
Solution
Correct Answer: Option A
- স্যূটিমোল্ড রোগের কারণে ফল গাছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়।এ রোগের আক্রমনে পাতায়, ফলে ও কান্ডে কাল ময়লা জমে। মিলিবাগ বা সাদা মাছির আক্রমন এ রোগ ডেকে আনে।
- প্রোপিকোনাজল জাতীয় ছত্রাকনাশক (যেমন টিল্ট ৫ মিলি/১ মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।