সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক  কোনটি?

A পটাশিয়াম

B অক্সিজেন

C ক্লোরোফিল

D পাতার সংখ্যা

Solution

Correct Answer: Option B

- বাহ্যিক প্রভাবকসমূহ: আলো, কার্বন ডাই-অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ ও রাসায়নিক পর্দাথ প্রভৃতি।

- সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক সমূহ-ক্লোরোফিল,পাতার বয়স ও সংখ্যা,শর্করার পরিমাণ,পটাশিয়াম,এনজাইম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions