রক্ত রসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত?
Solution
Correct Answer: Option B
- রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লালবর্ণের তরল যোজক টিস্যু।ধরক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয়৷
- রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% দ্রবীভূত অবস্থায় থাকে, যা বিভিন্নরকমের জৈব এবং অজৈব পদার্থ।
- রক্তরসে শর্করা, লবণ ও ইউরিক এসিড বিদ্যমান থাকে। আর রক্ত কণিকায় থাকে হিমোগ্লোবিন।
- রক্তের উপাদান দুটি— রক্তরস এবং রক্তকণিকা।রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% হলো রক্তকনিকা।
- রক্তরস (Plasma) রক্তের তরল অংশ, এর রং ঈষৎ হলুদাভ।এর প্রায় 91-92% অংশ পানি এবং ৪-9% অংশ জৈব ও অজৈব পদার্থ।