মানবদেহের দীর্ঘতম মাংসপেশি কোনটি?
A ফিমার
B সারটোরিয়াস
C বাইসেপস ফিমোরিস
D পেকটোরালিস মেজর
Solution
Correct Answer: Option B
মানব দেহের দীর্ঘতম পেশি - সারটোরিয়াস
মানব দেহের বৃহত্তম পেশি-গ্লুটিয়াস ম্যাকসিমাস |
মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম-সিলিয়ারি বা স্টেপিডিয়াস।
মানব দেহের দীর্ঘতম অস্থি -ফিমার বা থাইবোন।
দেহের সর্বাপেক্ষা কঠিন অস্থি -পেট্রোস (মস্তিষ্ক)।