বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে এবং কত সালে?
A কমনওয়েলথ ১৯৭৪
B কমনওয়েলথ ১৯৭২
C ও আই সি ১৯৭৪
D ও আই সি ১৯৭২
Solution
Correct Answer: Option B
- কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- ১৯৭২ সালে যখন যোগদান করেছিল তখন ৩২তম সদস্য হিসেবে করে যোগদান করে।
- কারণ ঐ সময় পূর্বে যোগদান করা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান কমনওয়েলথ থেকে সরে যায় ।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সরে ও ১৯৯৪ সালে যোগদান ও পাকিস্তান ১৯৮৯ সালে পুনরায় কমনওয়েলথ এ যোগদান করলে তারা তাদের পূর্বের ক্রমে ফিরে যাওয়ায় বাংলাদেশ এখন ৩৪তম সদস্য দেশ ।