'মনপুরা -৭০' কিসের প্রেক্ষাপটে আঁকা হয়?

A ১৯৪৩ সালের দুর্ভিক্ষ

B ছিয়াত্তরের মন্বন্তর

C ১৯৭০ সালের জলোচ্ছ্বাস

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

মনপুরা ৭০ শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘুর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয় এটি। 
এছাড়া দুর্ভিক্ষ নিয়ে তার আরো কিছু চিত্রকর্মঃ
ম্যাডোনা-৪৩, দ্য রেবেল ক্রো ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions