৯০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ : ১। কমলার রসের পরিমান কত লিটার বৃদ্ধি করলে অনুপাত ১ : ২ হবে? 

A ৪৫ লিটার

B ৭০ লিটার

C ৯০ লিটার

D ৬০ লিটার

Solution

Correct Answer: Option C

৯০ লিটার ফলের রসে আমের পরিমাণ = ৯০ এর ২/(২ + ১) লিটার
= ৬০ লিটার

আবার,
৯০ লিটার ফলের রসে কমলার পরিমাণ = ৯০ এর ১/(২ + ১) লিটার
= ৩০ লিটার

ধরি,
কমলার রসের পরিমাণ x লিটার বাড়াতে হবে।
∴ ৬০ : (৩০ + x) = ১ : ২
বা, ৬০/(৩০ + x) = ১/২
বা, ৩০ + x = ১২০
বা, x = ১২০ - ৩০
∴ x = ৯০

∴ কমলার রসের পরিমাণ ৯০ লিটার বাড়াতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions