দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭। সংখ্যা দুটির সমষ্টি ৩৬ হলে, ছোট সংখ্যাটি কত?


A ২১ 

B ২৪ 

C ১২ 

D ১৫ 

Solution

Correct Answer: Option D

ধরি,
ছোট সংখ্যাটি ৫ক
বড় সংখ্যাটি ৭ক

প্রশ্নমতে,
৫ক + ৭ক = ৩৬
বা, ১২ক = ৩৬
বা, ক = ৩৬/১২
বা, ক = ৩

∴ ছোট সংখ্যাটি ৫ × ৩ = ১৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions