'বর্ষাযাপন' কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?

A চিত্রা

B সোনার তরী

C গীতবিতান

D বলাকা

Solution

Correct Answer: Option B

- 'বর্ষাযাপন' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর সোনার তরী (১৮৯৪) কাব্যগ্রন্থ্যের অন্তর্গত।
- সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
- 'সোনার-তরী' অলুক তৎপুরুষ সমাস।
- মণীন্দ্রমোহন বসু চর্যাপদের '৮ নং' পদের সাথে রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতার সাদৃশ্য খুজে পেয়েছেন।


সোনার তরীঃ '
- ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী/ আমারি সোনার ধানে গিয়েছে ভরি
- 'খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হ'ল দোঁহে, কী ছিল বিধাতার মনে।'

নিরুদ্দেশ যাত্রাঃ 'আর কত দূরে নিয়ে যাবে মোরে হে' সুন্দরী?/বলো কোন্ পার ভিড়িবে তোমার সোনার তরী।'

• এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো:
- সোনার তরী,
- হিং টিং ছট,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions