Solution
Correct Answer: Option A
'পশ্চিমের সিঁড়ি' নাটকটির রচয়িতা মামুনুর রশীদ। এটি তার রচিত প্রথম নাটক।
- মুক্তিযুদ্ধকালীন সময়ে মামুনুর রশীদ তার প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন, কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয় নি।
- পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার ‘আরণ্যক নাট্যদল’।
তাঁর রচিত অন্যান্য নাটক :
- ওরা কদম আলী,
- গন্ধর্ব নগরী,
- ওরা আছে বলেই,
- ইবলিশ,
- লেবেদেফ,
- গিনিপিগ,
- জয় জয়ন্তী ইত্যাদি।