'গোর্খবিজয়' নামক নাথ সাহিত্যটি কে রচনা করেন?

A ভীমসেন রায়

B শেখ ফয়জুল্লাহ

C ভবানী দাস

D শুকুর মুহম্মদ

Solution

Correct Answer: Option A

- বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যকে নাথ সাহিত্য বলা হয়।
- ভবানীদাস রচিত বিখ্যাত নাথ গীতিকা ‘ময়নামতির গান'।
- সুকুর মামুদ নাথ সাহিত্যের কবি।
- নাথ সাহিত্যের আদি ও প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তাঁর রচিত কাব্যগ্রন্থ - গোরক্ষ বিজয়।

কয়েকটি উল্লেখযোগ্য নাথ সাহিত্যঃ
১. গোরাক্ষ বিজয় > শেখ ফয়জুল্লাহ
২. গোপীচন্দ্রের সন্যাস > শুকুর মুহম্মদ
৩. মীনচেতন > শ্যামাদাস সেন
৪. ময়নামতির গান > ভবানী দাস
৫. গোর্খবিজয় > ভীমসেন রায়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions