একটি ব্লেন্ডারের ব্লেড প্রতি সেকেন্ডে ৪০ বার ঘোরে। ০.৫ সেকেন্ডে ব্লেডটি কত ডিগ্রি ঘুরবে?
A ৯২১°
B ১৬০০°
C ৩৬০০°
D ৭২০০°
Solution
Correct Answer: Option D
১ সেকেন্ডে ঘুড়ে = ৪০ বার
০.৫ বা, (১/২) সেকেন্ডে ঘুড়ে = ৪০ × ০.৫ = ২০ বার
এখানে,
১ বারে ঘুড়ে = ৩৬০°
২০ বারে ঘুড়ে =৩৬০° × ২০ = ৭২০০°