দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক কোনটি? 

A জামাই বারিক

B কমলে কামিনী

C নীল দর্পন

D নবীন তপস্বিনী

Solution

Correct Answer: Option B

'কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক। তাঁর রচিত অন্যান্য নাটক-
- নবীন তপস্বিনী,
- লীলাবতী,
- নীল দর্পন,
- জামাই বারিক,
- কমলে কামিনী।

➺ কাব্যগ্রন্থ : সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা।
➺ প্রহসন : সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো।
➺ গল্প : যমালয়ে জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions