কোন বইয়ের দোকানে প্রতিটি নোট বই ৫৯ টাকা দবিক্রয় হয়। বিশেষ হ্রাসকৃত মূল্যে কেবল শুক্রবার ২টিব৯৯ টাকায় কেনা যায়। শুক্রবার ১০টি নোটবই কিনলেক্রেতার কত খরচ বেঁচে যাবে?

A ৮৫ টাকা

B ৯৫ টাকা

C ১১০ টাকা

D ১১৫ টাকা

Solution

Correct Answer: Option B

প্রতি নোটবই = ৫৯ টাকা
১০টি নোটবইয়ের দাম = ১০ × ৫৯ = ৫৯০ টাকা

২টি নোটবই = ৯৯ টাকা
১০টি নোটবই বা ৫ জোড়া বই = ৫ × ৯৯ = ৪৯৫ টাকা

বাঁচানো টাকা = সাধারণ খরচ − শুক্রবারের খরচ
= ৫৯০ - ৪৯৫
= ৯৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions