পিতা ও মাতার বয়সের গড় ৬৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৪৬ বছর। পুত্রের বয়স কত?
A ২৮ বছর
B ১৮ বছর
C ৫ বছর
D ৮ বছর
Solution
Correct Answer: Option D
পিতা ও মাতার বয়সের গড় ৬৫ বছর
∴ পিতা ও মাতার মোট বয়স (৬৫ ✕ ২) = ১৩০ বছর।
আবার,
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৪৬ বছর
∴ পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স (৪৬ ✕ ৩) = ১৩৮ বছর
∴ পুত্রের বয়স = ১৩৮ - ১৩০ বছর
= ৮ বছর