পানি ও চিনির একটি ৮০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৫ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ১০ শতাংশতে বৃদ্ধি পাবে?
Solution
Correct Answer: Option B
৮০ লিটারের ৫ শতাংশ = ৮০ ✕ (৫/১০০) লিটার = ৪ লিটার
∴ মিশ্রণে চিনি আছে ৪ লিটার
এবং, মিশ্রণে পানি আছে ৭৬ লিটার
ধরি,
ক লিটার পানি বাষ্পীভূত করতে হবে।
৪/(৭৬ - ক) = ১০/৯০
বা, ৭৬০ - ১০ক = ৩৬০
বা, ১০ক = ৪০০
∴ ক = ৪০
∴ ৪০ লিটার পানি বাষ্পিভূত হতে হবে।