১২% মুনাফায় কত টাকা জমা রাখলে ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৯৫০০ টাকা হবে?
Solution
Correct Answer: Option A
ধরি,
মুনাফার হার, r = ১২% = ১২/১০০ = ০.১২
সময়, n = ৩ বছর
আসল, P = ?
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
বা, P = C/(১ + r)n
= ৯৫০০/(১ + ০.১২)৩
= ৯৫০০/(১.১২ ✕ ১.১২ ✕ ১.১২)
= ৬৭৬১.৯ টাকা