Solution
Correct Answer: Option C
মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি।
- তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা ও প্রথম অবাঙালি কবি। ব্রজবুলি ভাষার উদ্ভাবক।
- কবির রচনায় মোহিত ছিলেন - মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
বিদ্যাপতি রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে -
- গঙ্গাবাক্যাবলী,
- কীর্তিলতা,
- বিভাগসার।