হিন্দু ক্রোনিকল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B রাজা রামমোহন রায়

C মাইকেল মধুসূদন দত্ত

D উইলিয়াম কেরী

Solution

Correct Answer: Option C

-বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাট্যকার হলেন মাইকেল মধুসূদন দত্ত।
-তার রচিত "শর্মিষ্ঠা" নাটকটিকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক হিসেবে বিবেচনা করা হয়।
-এই নাটকটিতে তিনি পাশ্চাত্য নাট্যরীতি অনুসরণ করেছেন।
-নাটকটিতে পাঁচটি অঙ্ক রয়েছে।
-নাটকের কাহিনী মহাভারতের আদিপর্বে বর্ণিত রাজা যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানীর ত্রিকোণ প্রেমের কাহিনী থেকে গৃহীত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions