Solution
Correct Answer: Option A
বিশেষণ পদ সরাসরি বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত/মডিফাই করে।
লক্ষ করুনঃ
ছেলেটি অনেক_____
শুন্যস্থানে ভাল/ গম্ভীর / চঞ্চল / বুদ্ধিমান / উদার / কঠিন / চতুর/ সরল ইত্যাদি বসানো যায়। এইগুলো ছেলেটিকে (বিশেষ্য) সরাসরি মডিফাই করেছে তাই এগুলো বিশেষণ পদ।
আবার, ছেলেটির ____আমাকে মুগ্ধ করেছে। এই শূন্যস্থানে গাম্ভীর্য / চাঞ্চল্য / ঔদার্র / চাতুর্য / কাঠিন্য / সারল্য ইত্যাদি বসানো যায়। এখানে এই পদগুলো ছেলেটির গুন / দোষ বোঝানো হয়েছে। তাই এইগুলো বিশেষ্য পদ।