একজন লোক বৃহস্পতিবারে আগের সপ্তাহের তুলনায় তিনগুণ আয় করে। তার সমগ্র সপ্তাহের আয়ের কত অংশ বৃহস্পতিবারে আয় করে?
Solution
Correct Answer: Option B
মনেকরি,
বৃহস্পতি বাদে অন্য দিনে আয় = x টাকা
বৃহস্পতি বাদে অন্য ৬ দিনে আয় = ৬x টাকা
আবার, বৃহস্পতি বারে আয় = ৩x টাকা
মোট আয় = ৬x + ৩x = ৯x টাকা
তাহলে, বৃহস্পতি বারের আয় সমগ্র সপ্তাহের আয় এর = ৩x/৯x = ১/৩ অংশ