নিচের কোন সমাস কোনো নিয়মের অধীনে নয়?

A অলুক দ্বন্দ্ব

B নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

C অলুক তৎপুরুষ

D উপমান কর্মধারয়

Solution

Correct Answer: Option B

- নিপাতনে সিদ্ধ বহুব্রীহি কোনো নিয়মের অধীন নয়
যেমন:
- অন্তর্গত অপ যার = অন্তরীপ;
- দু দিকে অপ যার = দ্বীপ;
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ।

- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ (ব্যধিকরণ বহুব্রীহি);
- ন কেজো = অকেজো (নঞ্‌ তৎপুরুষ সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions