তিনটি লাইট একত্রে জ্বলে যথাক্রমে ৪, ৮, ও ১০ সেকেন্ড অন্তর জ্বলতে লাগল। কতক্ষণ পর লাইটগুলো পুনরায় একত্রে জ্বলবে?

A ৩০ সেকেন্ড

B ৪০ সেকেন্ড

C ৬০ সেকেন্ড

D ৭০ সেকেন্ড

Solution

Correct Answer: Option B

লাইটগুলো কখন আবার একসাথে জ্বলবে তা বের করার জন্য, আমাদের প্রদত্ত সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) নির্ণয় করতে হবে।

এদের লসাগু বের করার পদ্ধতি:

৪ = ২×২ =

৮ = ২×২×২

১০ = ২×৫

ল.সা.গু. = ২×৫
= ৮×৫
= ৪০

সুতরাং, লাইটগুলো ৪০ সেকেন্ড পর পুনরায় একত্রে জ্বলবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions