দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে ৪৮ মিটার এবং ৩৬ মিটার। দড়ি দুটিকে সমান দৈর্ঘ্যের টুকরো করতে হলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে হবে যাতে কোনো দড়ি অবশিষ্ট না থাকে?

A ১২ মিটার

B ১৬ মিটার

C ২২ মিটার

D ২৮ মিটার

Solution

Correct Answer: Option A

এই সমস্যার সমাধান করার জন্য আমাদের ৪৮ এবং ৩৬ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) বের করতে হবে।

৪৮ = ২×২×২×২×৩
= ২×৩

৩৬ = ২×২×৩×৩
= ২×৩

গ.সা.গু. = ২×৩
= ৪×৩
= ১২

সুতরাং, প্রতিটি টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ মিটার হতে পারবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions