মনে করুন প্রতি স্টপেজে বাস থেকে অর্ধেক বাসযাত্রী নামে এবং অতিরিক্ত কোনো যাত্রী উঠে না। যদি ৪র্থ বাস স্টপেজে শেষ বাসযাত্রীর পূর্ববর্তী যাত্রী নামে, তাহলে বাসে কতজন যাত্রী ছিল?

A ১৬

B ২০

C ৩২

D ৬৪

Solution

Correct Answer: Option A

- ধরা যাক, শুরুতে বাসে x জন যাত্রী ছিল।
- প্রথম স্টপেজে বাস থেকে অর্ধেক যাত্রী নামে, অর্থাৎ x/2 জন।
- দ্বিতীয় স্টপেজে আবার অর্ধেক যাত্রী নামে, অর্থাৎ x/4 জন।
- তৃতীয় স্টপেজে আরও অর্ধেক যাত্রী নামে, অর্থাৎ x/8 জন।
- চতুর্থ স্টপেজে অবশিষ্ট যাত্রীদের মধ্যে আরও অর্ধেক নামে।

এখন, প্রশ্নে বলা হয়েছে যে চতুর্থ স্টপেজে শেষ যাত্রীর পূর্ববর্তী যাত্রী নামে। অর্থাৎ চতুর্থ স্টপেজে x/16=1 হতে হবে।

এখন, সমীকরণটি সমাধান করে দেখি:
x/16 =1
x = 16 

সুতরাং, বাসে শুরুতে ১৬ জন যাত্রী ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions