ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
A বিংশ
B উনবিংশ
C অষ্টাদশ
D সপ্তদশ
Solution
Correct Answer: Option C
আঠারো শতকের শেষ দিকে (১৭৬০-১৮৪০) এসে শিল্পোৎপাদনের ক্ষেত্রে ইংল্যান্ডে (ইউরোপ) যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সাধারণভাবে তা শিল্পবিপ্লব নামে পরিচিত। ফরাসি লেখক জেরোমি ব্লাংকি ‘শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন।