Solution
Correct Answer: Option B
জাতিসংঘ প্রতিষ্ঠার পর এর কার্যকর ভাষা ছিল ২টি- ইংরেজি ও ফরাসি । পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ৬টিতে উন্নীত হয়েছে, যার সবগুলোই দাপ্তরিক ভাষা হিসেবে কার্যকর রয়েছে । ভাষাগুলো হলো আরবি , চীন , ইংরেজি , ফরাসি , রুশ এবং স্প্যানিশ ।