100টি মিষ্টি এবং 80টি বিস্কুট এমনভাবে প্যাকেট করতে হবে যাতে প্রতিটি প্যাকেটে সমান সংখ্যক মিষ্টি ও বিস্কুট থাকে এবং কোনোটিই বাদ না যায়। সর্বাধিক কতটি প্যাকেট বানানো যাবে?
Solution
Correct Answer: Option C
100 এবং 80 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ সা গু) বের করতে হবে।
100 এর গুণনীয়ক: 1, 2, 4, 5, 10, 20, 25, 50, 100
80 এর গুণনীয়ক: 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40, 80
এর মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক 20
তাই সর্বাধিক 20টি প্যাকেট বানানো যাবে