কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
A ১/২ (দৈর্ঘ্য+উচ্চতা)
B দৈর্ঘ্য × প্রস্থ
C ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
D ভূমি × উচ্চতা
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
- সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।